Habiba Israt
Hi, I’m Habiba. I’m 11 years old. I love doing arts and crafts. Here is my art with the theme “home”. So here I have drawn a house in a mountain riverside. Its in a really quiet place. I wanted my house to be somewhere like this where I can see the sunrise from my window and listen to bird songs first thing in the morning. How I get the idea; so when I heard that we have to make something with the theme home I asked some of my friends and my family for some ideas. Then I did quite a few sketches but in the end I decided to make it as if I had a home, how I want it o be. So this is my dream home. Hope you like it. Thank you.”
আসসালামু ওয়ালাইকুম। আমি হাবিবা। আমার বয়স ১১ বছর। আমি চারুকলা এবং কারুশিল্প করতে ভালোবাসি। এখানে বলা হয়েছিল কল্পনা অথবা বাস্তবে দেখা একটি বাড়ির ছবি আঁকার জন্য। তাই আমার মনে হলো এমন একটা শান্ত ও সুন্দর পরিবেশের বাড়ি হলে কেমন হয়? আর সেই চিন্তা ধারা থেকেই আমি এই বাড়িটির ছবি এঁকেছি।
যেখানে আছে পাখির গান, সবুজ বনানী, নিরবে নদী বয়েচলা এবং দূর পাহাড়ের আড়াল থেকে সকালের সূর্য উদয়!
আমি কীভাবে ধারণাটা পেয়েছি?
যখন আমি জানলাম যে,"হোম থিম" দিয়ে আমাকে ছবিটি আঁকতে হবে, তখন আমি আমার কিছু বন্ধুবান্ধব এবং আমার পরিবারের কাছে কিছু ধারণা চেয়েছিলাম। তারপরে আমি কয়েকটি স্কেচ করি কিন্তু শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নেই যে, আমার নিজের যদি একটি বাড়ি হয়, সেটি কেমন হবে! আর তাই আমি আমার এই স্বপ্নের বাড়িটি আঁকি!!! আশা করি এটা আপনাদের ভালো লেগেছে! সবাইকে ধন্যবাদ।।
Hear Habiba describe her painting in English and Bangla below: -
Habiba Israt